গান ভেসে আসে বৃষ্টির ফোঁটা হয়ে
ঘর ভেসে গেলে কার কি এসে যায়!
সুরের আঘাত বুঝেছি পরাজয়ে
সাম্যের কথা খুনীর মুখেই মানায়।
বিরহের হাতে মানায় কাঁটা, গোলাপ
পিঁপড়ে আসে প্রেম ছড়িয়ে দিতে
আমি নাহয় জন্ম থেকেই বোকা
তুমি? তফাৎ বোঝোনা বন্ধু আর বর্গিতে!
দেউলিয়া হতে স্বপ্ন দেখে প্রেমিক
ফাঁকা রাস্তায় যৌণ-সুখের মেলা
আকাশের গায়ে একলা থাকার শোক
বুঝিনা জীবন, গোধূলি, অবেলা।
আজও বিরহে স্বপ্ন দেখো তুমি
প্রত্যাশাই খুনি- বলিনি, এখনও বলছিনা
আমরা যারা দাঁড়িয়ে থাকি বৃষ্টি নিয়ে
তাদের তুমি আশ্রয় দিও; ভালোবেসো না
ভালোবেসো না।