টুপটাপ ঝরে রিমঝিম নিবিষ্ট খেয়ালে,
জলছবি আঁকা হয় নিশ্চুপ নিঝুমে,
হাওয়ায় ইচ্ছে ঘুড়ি ছোটে দিগ্বিদিক,
বর্ণময় উচ্ছাসে বিষাদ ছুঁয়েছে বিচ্ছুরণ,
সুখের দরজায় ভীড় করে আছে উষ্ণতায় সিক্ত স্রোত।
শার্সি ছুঁয়ে নেমে আসে অনুরাগের ফোঁটা,
তারল্যের শিহরণে রোমাঞ্চিত আলোচিত গল্প গাঁথা,
নূপুরের ছন্দে পুলক জাগায় প্রেমের শতদলে,
বৃষ্টির নেশায় ঢুলুঢুলু সুগন্ধি কদম ফুল,
কল্পনায় আঁকিবুঁকি সারে পাখির ডানায় ।
মেঘ বৃষ্টি রোদের আড়ালে স্বপ্ন নীড় পাতে,
বাইরে নেমে আসুক শাওন ধারায় ছন্দে,
মনের কোণে জমানো ইচ্ছে সাজায় রামধনু,
ক্যানভাসে ভীড় করে পূর্ণতার অবাক জলছবি।