আমার ভুবনটা যদি হতো অন্য ।
এই স্বার্থপর মানুষগুলো বড্ড জঘন্য ।
আমিও যে খুব ভালো তেমনটা নয় ।
তবে এখনও ভুলি নাই মানুষের পরিচয় ।
স্বার্থ আমারও আছে ।
তবে তারে দিনই বলি বিবেকের কাছে ।
মনের দানব রূপটা এখনও অপ্রকাশিত ।
কুরুচিকর অঙ্গ এখনও আবৃত ।
হয়তো আমিও ভবিষ্যতে ওদেরই দলে যাব মিশে ।
ন্যায়-অন্যায় বোধ পদতলে যাবে পিষে ।
কতদিনই বা চলবো লালসা এড়িয়ে ।
ভিতরের দুরাত্মা একদিন ঠিক পড়বে বেরিয়ে ।
আমিও যে ভালো – মন্দের সংমিশ্রণ ।
ভয় লাগছে মনে দুয়ারে সন্ধিক্ষণ ।
বিবেক আবৃত হবে প্রলেপে, ভেঙে যাবে পন।