ভোরের বেলায় কিচিরমিচির
করে ছোটো পাখি,
খুকুমণি খুশি হয়ে
মেলে দুটি আঁখি।
ডালিম গাছের আড়ে বসে
খেলে টুকি পাখি,
খুকুমণি নাম বলে
করে ডাকাডাকি।
অচিরেই ভাব হলো
খুকুমণি সাথে,
প্রতিদিন পাখি থাকে
খুকু পাশে রাতে।
রোদে ঝড়ে বৃষ্টিতে
থাকে পাখি সুখে
খেলা করে খুকু সাথে
শিষ তুলে মুখে।