ছুটে চলে রেলের গাড়ি কু ঝিকিঝিক সুরে,
এঁকে বেঁকে বন পথে যায় চলে বহু দূরে।
কাশের বনের পাশটি দিয়ে চলে ধোঁয়া তুলে,
রোদ ঝলমলে আকাশটাও দেখি চলছে দুলে।
বন বনানী নদী পাহাড় টানেল ভিতর দিয়ে,
কু ঝিকিঝিক শব্দে চলে যাত্রী সকল নিয়ে।
সূর্যিমামা দেয় যে উঁকি হঠাৎ ফাঁকে ফাঁকে,
যখন গাড়ি দ্রুত চলে পাহাড় তলির বাঁকে।
সোনার ধানে ভরা খেত সব যাচ্ছে দেখি সরে,
অপূর্ব এক আবিলতার মুগ্ধতায় মন ভরে।
দুপাশের সব দৃশ্য দেখে অতীত জাগে মনে,
অপু দুর্গার গল্প স্মৃতি আসে নিমেষ ক্ষণে।
কোন্ অজানা দেশের পথে চলছে রেলের গাড়ি,
গঞ্জ শহর পিছে ফেলে দিচ্ছে সুদূর পাড়ি।
কু ঝিকিঝিক শব্দ সাথে ধোঁয়ায় বাতাস ছেয়ে,
রেলের গাড়ি চলতো যখন দেখতাম নন্দে চেয়ে।
ধোঁয়া ছেড়ে কু-ঝিক শব্দের রেলগাড়ি আজ অচল,
হারিয়ে হয় বিদ্যুৎ বাহী গাড়ির এখন প্রচল।
মজার সেদিন নেই রেলগাড়ির ধোঁয়া তুলে চলা,
বাচ্চারা হাত নেড়ে ফাটায় না চিৎকারে গলা।