দমকা হাওয়া মেঘের চোখ রাঙানো বুক কাঁপে দুরদুর
পাথর ফাঁটা কান্না শুনালো অসহায় পাখিগুলো
কাটা গেছে তার অঙ্গ, ছিন্নমূল ক্লিষ্ট কেহবা
ধরাশায়ী হয়ে পড়ে আছে যেন নারায়নী সেনারা।
সন্তাপের রেখা তোমার কপালে আঁকেননি ভগবান?
বিবস্ত্র করেছ ধরনীকে আজ কুঁড়িতে মরছে ভবিষ্যৎ।
আলোর মিছিলে দেখা হয়েছিল,সব স্বপ্নের জোচ্চুরি!
প্রহেলিকার মশালে পুড়ে ছাই আজ আমার বনভূমি।
সবুজ কাঁচার ছোটাছুটি হৈচৈ একঝাঁক বন পায়রার দল
হাওয়ায় ভাসে সবুজ ভালবাসা স্বপ্নে আঁকা থাক।