ছন্দতে লেখা সোজা
নয় কোনো সন্দ
বুঝিনা গো সুধিগণ
কেন হয় বন্ধ?
তবে বলি এটা ঠিক
বেশিরাই ছন্দ
বাদ দিয়ে গবিতায় ( গদ্য কবিতায়)
পায় হা আনন্দ!
ছন্দের আছে ফের,
সপ্তকও মানে হার
সেইটা শিখতে গিয়ে
আমিও হা জেরবার
আজও জানিনা আমি
লিখি কোন ছন্দে?
কবিতা ও ছড়া লিখি
সৃষ্টির আনন্দে!
চুপি চুপি বলে দিই
গুপ্ত সে কায়দা
অন্তমিলটা ভাবো –
পাবে তবে ফায়দা
এসে যাবে ফর্ম্যাট
যাই তুমি লেখাে না
তার সাথে জুড়ে থিম
ছড়া হবে?হ্যাঁ কি না?