ছন্দ বিহীন অঙ্ক কষি
আঁক কষেছি রাতে
ফুলেরা তাও রোজই ফোটে
সূর্য ওঠা প্রাতে।
কেমন করে বইছে বাতাস
হিমেল পরশ গায়
হিসেব করে আলো মাখে
চাঁদের জোছনায়-
বুকের মধ্যে শব্দ ঝরে
স্বপ্ন ঝরে চোখে
কান্না হাসির অনুভবে
অশ্রু কি আর রোখে?
অঙ্ক কষে আলো ছোটে
নামছে অন্ধকার
বিদ্ঘুটে আর আজগুবি সব
ভাবনারা আমার!
ইচ্ছেরা তাও আঁক কষে না
বুকে সবুজ ঝড়,
চিরকালই থাকবে সজীব
আমার এ অন্তর।