ওরে কোকিল কুহু কুহু ডাকিস কেনো বল?
ফাগুন দেখে মন’টা বুঝি হয়েছে চঞ্চল?
বাসন্তুিকা তোকে ছেড়ে একলা আসে নাযে,
তোদের আগমনে ধরা ফুল বিলাসে সাজে।
মিষ্টি সুরে ডেকে ডেকে ভাঙাস সবার ঘুম,
দখিন হাওয়া ছুঁয়ে দেবে বাসন্তিকা’র চুম!
রুদ্ধ ঘরে থেকো না গো বাইরে এসো ত্বরা,
আলিঙ্গনে বাসন্তীকা আজকে দেবে ধরা!
(২)
আকাশের নীলে নীলে
চাঁদিনী ‘র হাসি,
বাঁধ ভাঙা প্রেমে হবে
ভাল বাসাবাসি।
ফাগুনের ডাক শুনে
ঘরছাড়া পাখি,
“তুমি ময়” অনুভবে
বেঁধেছি গে রাখী।
কোকিলের কহুতানে
দোলে ওঠে মন,
প্রিয়া’র অধরে দিনু
প্রেম চুম্বন!
মধুর ফাগুনে চাই
ভালবাসা ডোর,
পোহাবে না আজ নিশি
হবেনা কো ভোর।