এক গুহা অন্ধকার মনে
এক টর্চ আলো মেশালে
কোটি কালো আয়ুর মুখে ফুটে ওঠে
ঝাঁক ঝাঁক ফুটফুটে জুঁই জুঁই হাসি ।
তবুও যুদ্ধের সেনসেক্স শরে উড়ে যায়
ব্যতিক্রমী শ’য়ে শ’য়ে দধীচি সকাল ।
অনন্ত হাঙর হাঁ এর হ্যাঁ’তে
ঘাড় নাড়ে গোটা গ্রহের দ্রাঘিমা ।
বিশুদ্ধ বিবেক বৃষ্টিদ্বীপে থেমে আছে
চিরায়ত চনমনে প্রেমের কবিতা ।
আদি নক্ষত্রের নীল নৌকা চোখে
ভেসে যায় চৈতন্যনদী ।
চলো বিষ্ণুপ্রিয়া ,
আমরা অশেষ মিলনের স্বপ্নসঙ্গমে গিয়ে দাঁড়াই ।