জল চায় বলে নৌকাটা ভাসে জলে
তেমন চাওয়া কি আমরা চাইতে পারি,
মিছামিছি খেলা আমরা কতো যে করি
সব পেতে চাই ছলে বলে কৌশলে।
হৃদয় থাকলে প্রেমে ভাসা যায় নাকি
কঠিন হৃদয় কতো কে রয়েছে বলে
প্রেম ভালোবাসা এতো ই ফেলনা হলে
মায়ার বাঁধন কোথায় যেত যে চলে।
সৃষ্টি ধর্ম থেকে যায় অন্তরে
প্রেম বেঁচে থাকে হৃদয়ের অন্দরে
দস্তুরমত ভালো লাগা থাকে বলে
যুগের পরে যুগ টা কেমন চলে।
ছড়িয়ে যে থাকে বুকের বাঁদিক ধরে
কি জানি কেমনে সবটা ভুলিয়ে মারে
কে এসে হৃদয় দুয়ারে আঘাত করে
সে কি প্রেম নাকি মায়াবী কি রূপ ধরে।
যাকে ভালোবেসে হৃদয় হয়েছে খালি
এখনো সেখানে দগদগে ব্যথা আছে
ভালোবেসে যাকে কখনো চেয়েছি কাছে
চলে যাই দূরে পাছে ডাকি তারে কাছে।।