তোমার কাছে চাইনি তো কখনো কিছুই আমি
বলিনি কখনো ,আমাকে ঘিরেই থেকো দিনযামী
চাইনি কখনো ,সাধ্যের বাড়া অতিরিক্ত কোন কিছু
সীমার মাঝেই সীমিত থেকেছি ,জীবনভর পিছু পিছু
বলিনি কখনো, পূজো- পার্বনে, কিনে দাও দামী শাড়ি
পড়শী বৌদের মতন হালফ্যাশানের অলঙ্কার দাও গড়ি
চাইনি কখনো ,ছুটির দিনে থিয়েটারে যাই চলো
গেছো তুমি জানি আনজনার সাথে ,সত্যি কিনা বলো?
তোমার কাছে প্রত্যাশা আমার ছিলো যা বুকে সাজানো
বলতে পারিনি লজ্জায় দেখে,উদাসীনতা মুখে মাখানো
চাইনি কখনো ,আমাতেই তুমি ব্যস্ত থাকো অনুরাগে
জানি বেশ জানি,সব চাওয়া কি ফাল্গুনী আবীর মাখে?
বলিনি কখনো, কপাল টিপে দাও,নিদারুন মাথা ব্যথায়
আমি তো কতো রাত, জেগেছি অক্লাত ,তোমারই সেবায়
চাইনি কখনো , সুখের প্রাচুর্য্যে ভরিয়ে দাও আমায়
নীরবে শুধু ভালোই বেসেছি হৃদয়ের বেহায়াপনায়
বলিনি কখনো,মুখে ফুটে কিছু ,সয়েছি নীরব যাতনা
কথা কিছু যে বুঝে নিতে হয়,তাও কি তোমার অজানা?
চাইনি করতে অনুযোগ যবে,ভাঙ্গাতে ঘুম মাঝরাতে মালিশ করতে বলতে আমায় ,ব্যথা টনটন পায়েতে
বলিনি কখনো ‘,পারবো না, দু’চোখ জুড়ে ঘুমের মায়া’
মমতায় মন উঠেছে দেখে,তোমার মুখেতে ব্যথার ছায়া!
চাইনি কখনো, বেড়াতে চলো,আকাশের বুকে ভেসে
নতুবা চলো,রেলগাড়ি করে দূর–পাহাড়ের দেশে
বলতে চেয়েছি যে কথাটুকু ,অব্যক্তই থেকে গেলো
তোমার আদেশ শুনে শুনেই শুধু বেলা বয়ে গেলো
চেয়েছি বলতে, রাশ রাশ কথা বুকটা উপুর করে
চেষ্টা আমার হয়েছে বিফল,থেকেছো সদাই দূরে
বলতে চেয়েছি,জীবনবৃত্তের দ্রাঘিমারেখায় এসে
দাঁড়াবে কি পাশে তুমি, একচিলতে ভালবেসে ?
বলিনি কখনো ,তোমারেই এ মন বেসেছে ভালো
তৃষিত ভৃঙ্গার হাতে ,মনে নিয়ে প্রত্যাশার আলো
শেষপারাণির সময়তীরে –জীবনমাঝির নৌকো ভিড়ে
এবার নাহয় , দু’ফোটা অশ্রু ফেলো আমায় ঘিরে।