চমকে চমকে, চম্-কে দাও,
কথায় চমক ভাষায় চমক
পোশাকে চমকের প্রতিযোগিতা!
চলছে এখন চমকের হিড়িক!
যেখানেই যাই,সেখানেই চমক
দেখতে পাই!
চমকে চমকে শালীনতা
বোধ যায় উড়ে,
আধুনিক পোশাক যেমন
উর্ধাঙ্গ,নিম্নাঙ্গ, যে যত
দেখাতে পারে
সেই তত বড় আধুনিক!
আধুনিক কবিতার মত
যা খুশি লিখে যাও
হাত তালির অভাব নেই।
বুঝতে পারো না পারো
পিঠ চাপড়ানো লোক
থাকলেই হলো!
বুঝতে পারিনে কবিতা না
হেঁয়ালি, .না কাওয়ালী?
পেটোয়া থাকলেই জুটবেই
জুটবে হাততালি!
কবির অভাব নেই,
অভাব বড় কবিতার?
ফুলের অভাব নেই
অভাব বড় সৌরভের!