ঘোষালদের ঘরজামাই
ঘণ্টারাম ঘুমকাতুরে ,
ঘন ঘন ঘাড় ঘুরিয়ে
ঘুষি ঘুষায় ঘুমঘোরে।
ঘণ্টারামের ঘরনীর
ঘিলুতে ঘাটতি ঘরকন্নাতে
ঘটি ঘটি ঘি ঘুলিয়ে
ঘোঁটনা ঘোঁটে ঘুগনিতে।
ঘরনীর ঘ্যানঘ্যানাতিতে
ঘাবড়িয়ে ঘরে ঘণ্টারাম
ঘোড়াশালের ঘুপসিতে
ঘুরে ঘুরে ঘুচায় ঘাম।
ঘোষালদের ঘরজামাই
ঘণ্টারাম ঘুমকাতুরে ,
ঘন ঘন ঘাড় ঘুরিয়ে
ঘুষি ঘুষায় ঘুমঘোরে।
ঘণ্টারামের ঘরনীর
ঘিলুতে ঘাটতি ঘরকন্নাতে
ঘটি ঘটি ঘি ঘুলিয়ে
ঘোঁটনা ঘোঁটে ঘুগনিতে।
ঘরনীর ঘ্যানঘ্যানাতিতে
ঘাবড়িয়ে ঘরে ঘণ্টারাম
ঘোড়াশালের ঘুপসিতে
ঘুরে ঘুরে ঘুচায় ঘাম।