কত কথা বলে গেলে গলগল করে, ঢোকেনি তা কানে
শুধু অপলক চোখে দেখেছি কি নিজেই জানি না।
কোন কথা বলিনি সেদিন
আসলে অনেক কথা বলেছি তোমাকে,তুমি তা জান না
জানলে কি লজ্জায় নত হতো মুখ
নাকি আনন্দে হেসে উঠতে চোখে?
তারপর ফিরে গেছি ঘরে,সত্যিই ফিরেছি নাকি
সেখানেই রয়ে গেছি আজও,এখনও হয়নি ফেরা ঘরে?