কতোদিন হলো হারিয়েছে সব পুঁজি
যত কিছু সবই কালের গর্ভে লীন,
হারানো মনটা তবু খুঁজি ভরসায়
দূর থেকে শুনি সমুদ্র গর্জায়।
যাকে এতোদিন সব লোক পুজো করে
কেননা সে লড়ে এনেছে স্বাধীন ভোর,
আজ দেখি তার মাথায় হাতুড়ি মারে
প্রমাণ হয়েছে সেই দেশে কতো নরাধম কতো চোর।
মনুষ্যত্বই মানুষ চেনায় জানি
বিকিয়ে গিয়েছে সে মনুষ্যত্ব দামী,
কার কাছ থেকে কি আশা করতে পারি
জন্মেছে খুনি চোর ধর্ষক আর লুঠেরার সারি।
দুষ্ট চক্রে ভেসে গেছে গোটা দেশ
দেশের লোকই লুটপাট করে গেলো
শাড়ি থেকে সায়া সব কিছু লুটে নিলো
বারণ করার লোক দেশে আর কই।
স্বাধীনতা নাকি পরাধীনতার গ্লানি
কারা এই দেশে স্বাধীনতা এনেছিল
সব ভুলে গিয়ে জল্লাদ বনে গেলো
চোখের জলেই সাগর ভাসবে জানি।
হারিয়ে খুঁজেছি স্বাধীনতা প্রতিদিন
জাতির পিতাকে খুন করে যারা আজও অনুতাপ হীন
যে ভালো বেসেছিল এই দেশটাকে কোনো দিন
হাতুড়ির ঘায়ে বিদীর্ণ শির হতভাগ্যের দিন।
জাতির পিতারা সব দেশে খুন হয়
হয়তো এটাই ভবিতব্য হয়ে যায়
আত্মদানের পুরস্কারটা এভাবেই তারা পায়
বিবেকের বাণী কোথায় যে হারিয়ে লুকায়।
মহাত্মা গান্ধী, লিঙ্কন কিংবা মুজিবুর রহমান
সবার কপালে দেখি একই সেই ভয়ানক পরিণাম,
দুর্ভাগা দেশে জাতির পিতা হওয়া টা কি অভিশাপ
মানুষের ভালো করতে চাওয়া কি পাপ???