ত্রয়োদশ বর্ষে সুরের জগতে এসে
প্রথম রেকর্ড গানে,
প্রথম পরীক্ষায় চতুর্দশ বরষে
সম্মান ‘ গীতশ্রী’ মানে।
সঙ্গীত শাস্ত্রের খেয়াল, ভজন আর
গজল,কীর্তন সুরে,
আধুনিক, নজরুল ,ভাটিয়ালি কণ্ঠে
সকলের মন জুড়ে।
অপরূপ সুরে ঠুংরি, রবীন্দ্র তাঁর
মুগ্ধতা ছড়ায় প্রাণে,
গানের কলিতে ফুলের সুবাসে যেন
মাতায় সবারে ঘ্রাণে।
বহু সিনেমাতে নেপথ্য কণ্ঠেতে যিনি
সুর দিয়েছেন ভরে,
স্বনামখ্যাত সন্ধ্যা মুখার্জি মধুসুরে
মন নিয়েছেন হরে।
কতনা গায়িকা সুরের জগতে দেখি
স্বতন্ত্র গুণেতে তুমি,
সরস্বতীর আশিস ধন্যা সন্ধ্যা রানী
তোমার গুণেতে চুমি।
জাতীয় পুরস্কার ও বঙ্গ বিভূষণ
পেলেন গানের জন্য,
ভারত কন্যা সঙ্গীত জগতে সবাই
করছে তোমায় ধন্য।