“গিরগিটি”রা বলে মোরা
হেরেই গেছি আজ!
মাথার থেকে সরলো বটে
রং বদলের তাজ!
রাজনেতা ও নেতৃরা যে
রংবদলটা করে
তাদের কাছে হেরেই শুনি
“খুনশুটি”টা ওরে!
“পরিপাটি” বিচার নামেই –
নির্দোষী হয় দোষী
আর দোষী সে বুকফুলিয়ে বেড়ায়
হেসেই অট্টহাসি।
তাইতো গিরগিটিরা মিলে
করেই ইউনিয়ন
সভাপতি করবো মানুষ
নেতা, এমন জন!
নাহলে যে মানুষ হওয়ার
কোনোই আশা নাই
তাই তো প্রেসিডেন্ট পদে
মানুষ নেতা চাই!
রং বদলের নানান উপায়
খুলবে নতুন স্কুল
খুন করে রঙ বদল হবে
তাতে তো নেই ভুল!
হলুদ রং থাকলে বলা
গোলাপি রং গায়ে
আর নীল রংটি হলেই বলা
বেগুনি মোর গায়ে!
কিন্তু মোরা জন্তু বটে
হিসেব তো নেই জানা
সেই স্কুলে কে পড়াবে তা
নেই আমাদের জানা
কত টাকা দিলে পাবে
শিক্ষক পরিচয়?
গিরগিটি হায়, মানুষ তো নই
তা জানার কথা নয়!
গিরিগিটিরা মানুষ হবে
উন্নয়নের খাতে
পোকামাকড় পড়বে কি গো
গিরগিটিদের পাতে?