গণতন্ত্রের মানে খুঁজতে গিয়ে আমি তো দিশেহারা ।
পড়েছিলাম রাষ্ট্রবিজ্ঞানে , গণতন্ত্রের মানে ,
পরিচালিত ব্যবস্থা প্রজাহিতে, রোজার দ্বারা ।
তাহলে ওরা কারা ?
লাঠি নিয়ে দাঁড়িয়ে ওইখানে ,
হুমকি দিয়ে গেল কানে কানে ।
নেতার আশেপাশে যারা ঘোরে ,
যারা ভোটের দিন চোখ রাঙিয়েছিল মোরে ,
ওরা কারা ?
গণতন্ত্রের শিরদাঁড়া ?
মুখ খুললেই হবে জেল ।
তুলে নিয়ে যাবে জমিদারের লেঠেল ।
বাক স্বাধীনতা ?
সে তো ঠাকুমার মুখে শোনা রূপকথা ।
সাম্যের অধিকার ?
সবাই তো ব্যস্ত ভাগাভাগিতে যে যার ।
গণতন্ত্রের সাথে স্বৈরাচারী আদেশ রাজার ,
মিলেমিশে একাকার ।
তাই গণতন্ত্রের সংজ্ঞায় প্রকাশ করছি সন্দেহ ,
সঠিক মানে তোমরা কি বলে দেবে কেহ ?