হাত তুলেছে পা তুলেছে নাচছে মোদের সোনা
বাজার ফেরত বাবার হাতে নাচছে মাছের পোনা
রান্না ঘরে ঘামেন মা,হাতা-খুন্তির আওয়াজ-
বিড়াল মাসি দিচ্ছে উঁকি মাংস রাঁধার ঝাঁজ।
ঠাকুর ঘরে পুরুত ঠাকুর আপন পুজোয় রত
গন্ধে আকুল পেট জ্বলছে ভাঙছে তাঁর ব্রত।
ঠাম্মা দেখি চোখ মোটকে তাকান পিটি পিটি
পুরুত ঠাকুর শ্বাস টানছেন হাসেন মিটিমিটি।
বাবার হাসি,মায়ের হাসি খোকন সোনা নাচে
সাঁজ আকাশে চাঁদ উঠেছে সুখ এখনো আছে।
আমরা দুভাই চোখের মণি সবার বুকের রতন
স্বপ্নেভরা এই সংসার এক আনন্দ নিকেতন।