Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » খেলা ভাঙার খেলায় || Prabir Chowdhury

খেলা ভাঙার খেলায় || Prabir Chowdhury

পেয়েছ কি যেমন চাইতে তুমি –
নাক উঁচু এক মানুষ ,মননে নেই যার কল্পনা
কিংবা প্রেমাবেগের দুর্বার উদ্বেলিত বাসনা?
প্রশান্তিহীন দুর্বার ছিঁড়ে, কেড়ে সমগ্র ভোগের এক অদম্য দুর্বার প্রত্যাশা।

বহুদিন পর ফিরছি এ জনারণ্যে নিরক্ত,নিরালম্ব
একাকী নির্বাসন থেকে। নি:স্বতাকে পরম মমতায় বুকে আঁকড়ে,মন বলছে – বন্ধু পেয়েছি তোমাকে –
ত্যাগের মাঝে নির্লজ্জ অহংকারের অনীহার আকর্ষণ।
কোন চাহিদা নেই আজ ,নেই পিছুটান,তুমি সবুজ হৃদয়ের প্রেমটুকু কেড়ে করেছ রক্তাক্ত বহুবছর আগে।

আসক্তিহীন পথে বহু একাকিত্বের মাঝে তোমার সাথে দেখা হলো চকিতে আমার মানস চক্ষের দৃষ্টি বিনিময়ে-
অন্তরাত্মার উপলব্ধিতে বুঝেছি তোমারও উপরটাই সবুজ কিন্তু ভেতরটা রক্তাক্ত ।
আমার ছড়িয়ে যাওয়া,ভরিয়ে যাওয়া স্মৃতির আঙিনায় দাঁড়িয়ে একবার বলতো –
অক্ষরে অক্ষর সাজিয়ে তুলতে পেরেছো কি অনুরাগের ছোঁয়ায়,
আজ কি তুমি মনের মানুষ পেয়ে সুখের কলমে চিত্রকল্প আঁকছো –
তোমার কবিতার পাতায় পাতায় , আছে কি সৃষ্টির সবখানে নববসন্তের ছোঁয়া?

এখন কি তার বুকে মুখ লুকাও ,এক রোখা জেদে ভালোবাসতে চাও “পড়ে পাওয়া ষোলআনা”?
চোখের জলে ভিজিয়ে তোমায় প্রেমসোহাগে নগ্ন করে সেই আকাঙ্খিত মানুষ?
করে কি অবসাদহীন,প্রগলভতায় দুর্জয় আকর্ষণ
কিংবা এখনো কি অবশিষ্ট সারাদিনের কর্মশেষে চুম্বন অনিচ্ছা তোমার রক্ত করবীর ঠোঁটে?
সঙ্গমক্লান্ত দেহে কাছে টেনে নেয় ,পরম মমতার আবেগ কি বিরক্ত করে এখনো ?
আছে কি তার আকাঙ্খা-তোমার দীঘল চোখের পুস্করিণীতে দিবারাত্রের সেই আবহমান প্রেমাস্রোতে ভাসতে চাওয়ার চিরাচরিত প্রতিফলন?
আছে কি তোমার ফেলে দেওয়া অবজ্ঞার মাঝেও মুহূর্তের সুখানুভুতির অবলম্বন ,আবেষ্ঠনে পরম প্রাপ্তি ?

বারো বছর পেড়িয়ে এসে আজও আমি দেখছি
আমার অনুচ্চারিত কথাগুলোর প্রতিফলন প্রতিটি হৃদয়ের আঙিনায়,আঙিনায় যেন হটাতই কারা যেন খোদাই করে গেছে মর্মফলকে। অনুভবে
অক্ষরহীন মনে,মনে,শেষ রাতের অতৃপ্ত বুকে হাপরের শ্বাসখানি , বুকে চাপা ব্যর্থতায় কেবলি গোপন অশ্রুপাতের অজস্র ঝর্ণায় পরকীয়ার উচ্ছল নিস্তরঙ্গ জলকেলি।
আমার ফেলে যাওয়া অনুরাগের ছোঁয়ায় সেজে উঠেছে কত ঘর,বিরোহী শব্দের আকাশ-বাতাস মুখরিত করুণ সুরের মূর্ছনা।
আজও আমারই অবশেষ আবেগের খণ্ড-অংশ কথা বলে আকীর্ণতার হাসিমুখে মেকি সুখের মুখোশ ।

আজ শেষ বারের মতো অধীর প্রতীক্ষায় খেলা ভাঙার খেলায়-
ভাঙনের বালুকা তীরে যে স্বপ্নের ঘর বেঁধেছি আমি
তাকে চিরতরে বিদায় দিয়ে ফিরে যাব আন্তঃমগনের কুম্ভমেলায়।
আমি আজ মেহেদী পাতার মতো উপরে সবুজ ভেতরে রক্তাক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *