যেখানে আকাশ অসীম
তুমি হাতের মুঠোয় পুরতে চাও
সীমাহীন গর্বের দম্ভে অপ্রতুল প্রত্যাশায়।
হয়তো মাঠে -মাঠে কারুর কপাল ফাটে
হয়তো ভাগের মা হয়ে হাঅন্ন দিন যাপন
হয়তো গোবরে পদ্ম ফোটে কথার ছলে।
নতুন বস্ত্রে আনন্দ খুঁজি নিষ্ফল
মাংসের মাকে কেউ খোঁজে মাটির দেহে
হাসিটুকু বাসি হয়ে নেমেছে সন্ধ্যা
মন্ডপে ডাক,ঘন্টা,কাসর ফেলে অশ্রুজল
এদেহ নিরম্ব উপবাসী,কামহীন দেহ মরুপ্রাঙ্গন
কত প্রতিমার প্রাত্যহিক নিরঞ্জন তবু সে দেবী নয়।
মাঙ্গলিক সুর আজ পবিত্রতা হারায়
বাঁচবো এই কথাগুলো উচ্চারণে দমবন্ধ
বিশ্বাস খুঁজি পড়ে থাকা নুড়ি পাথরে
আর বলো না ” বিশ্বাসে মিলায় বস্তু “
শিব খুঁজে-খুঁজে হয়রান ,ব্যর্থ জীবন
তবে কি ” মরণ তুহু মম শ্যাম সমান ” ?