ঘোষেদের আম কাননে
গেল চুপি ভোলা ভাগনে,
কত ছেলে আপনমনে
কুড়াবে যে আমের বনে।
ছিল এক মালী সেথা
লাঠি নিয়ে দাঁড়িয়ে যেথা।
পিঠে পড়ে খান দু চার
ছুটে সব পগারপার।
মনে মনে রাগ যে ধরে
ফেলে এল কানন পরে,
পরে যাবে কুড়াবে আম
কিছু পরে কাটুক যাম।
গেল পিছে ফোকর গলে
চুপি চুপি গাছের তলে,
মালী সবে নাকের রবে
থলে ভরে ছেলেরা তবে।
পালা দেখি জাগার আগে
গুনে দেখ কতক ভাগে।
মিঠা স্বাদ আমের রসে
খাবে সব বাগানে বসে।