ঘুঙুর পায়ে নাচে মেয়ে
মাথায় ঝুড়ি ধরে,
সাথে সাথে নাচে ছেলে
কালো চশমা পরে।
ছেলেবেলা মধুর স্মৃতি
হেসে খেলে কাটে,
পড়ার সাথে খেলা চলে
সাঁঝে ফেরা বাটে।
গরম কালে ফল কুড়ানো
খেলার একটি অঙ্গ,
আম জাম কলা ঝুড়ি ভরো
খেলার একটি রঙ্গ।
সাঁতার কাটা খালে বিলে
এপার ওপার ধরে,
প্রথম হবে চলে লড়াই
গরম দুপুর ভরে।
হাশি খুশি কাটে বেলা
বড়ো হলেই দ্বন্দ্ব,
কাজের চাপে ফুরসত যে নাই
কোথা পাবে নন্দ।