জানি সমান যায় না সব মানুষের সব দিন,
কখনও মনে হয় তাই দিনের আলো মলিন,
তবু অন্তরে যার স্বপ্ন আছে চির রঙিন;
তার উদ্যম সত্যি স্তিমিত করার আশা ক্ষীণ।
না বলা কথারা একসময় ভিসুভিয়াস হয়,
তখন তার কলমের ধারে তার পরিচয়,
কতোটুকু হারাবো বলো প্রাপ্ত অবজ্ঞায়;
কোনো না কোনো একদিন ছিনিয়ে নেব জয়।
তাই চমকে থমকে দাঁড়াবো না জেনো আর,
ভাষার সমুদ্রের যে দিগন্তব্যাপী বিস্তার,
অযথা বইবো কেনো ছোট্ট কোনো উপহার!
এ জগৎ তো এখনও বলেনি আমাকে নেই দরকার!
দৃষ্টি তাই ছড়িয়ে দিলাম ওই দুরে বহুদূরে,
জীবনের প্রাপ্তিটুকু করবো আদায় অধিকারে,
নাই বা পেলাম স্বার্থীর সম্মান দেখানো সমাদরে;
নির্লিপ্ত আবেগে নিঃশব্দে সব নেবো কেড়ে।।