কুয়াশা আর শীতল বাতাসের সাথে প্রেম প্রেম খেলা,
ভোরের আকাশে ধোঁয়া উঠিয়ে আবছায়া সারাবেলা ।
কুয়াশার স্পর্শে দূর্বার আগায় রুপালি শিশিরের দল,
সূর্যকে রাখে সকলের আড়ালে কুজ্ঝটিকা নয়কো দুর্বল।
শীতের গহীন নিশি তে মোহময়ী কুহেলিকার বাস,
হিমেল হাওয়া হবি আমার শুধু এটুকু দে আশ্বাস!
সৌর তাপে কুয়াশার মাঝে জমেছে বিন্দু বিন্দু ঘাম,
অতৃপ্ত প্রেমের ন্যায় অন্তিম যাত্রায় হয়েছে বদনাম ।
হৃদয় অন্তরে দহন জ্বালায় পুড়ছে দেহ, মন,
রক্ত কণিকা বেঁধেছে জমাট, বইবে সে কখন?
শ্বাশত ভাবনা সকল আঘাত করে হৃদয় দ্বারে,
কুয়াশায় সিক্ত আঁখি খোঁজে তোকে বারে বারে ।
দিগন্ত রেখার কণ্ঠে ধোঁয়াটে আবৃত ওড়না,
স্বস্তির নিঃশ্বাস কবে পাবে পাহাড়ের বুকে ঝর্ণা?
কুয়াশার অবগুন্ঠনে ধূসর জনহীন নিস্তব্ধ পথ,
ধোঁয়াশা ভেদ করে আসে একদা বুড়ো সান্তার রথ ।
জ্বলছে আগুন দিকে দিকে তাপ পোহানোর পালা,
শীতবস্ত্র, ছাদ হীন মানুষ বোঝে শীতের দুর্বিষহ জ্বালা ।
উদাস পবন সরিয়ে কুহেলিকা,দিনকে করে আলোকিত,
রবির স্নিগ্ধ কিরণ ছটায় আজ মন হলো পুলকিত ।