হানা দিয়াব লিখেছিলেন
নিজের জীবন যে,
আলাদিনের চরিত্রটা
তিনি ছিলেন সে।
আলাদিনের প্রদীপ ঘষে
দৈত্য বাহির হয়;
আজগুবি গল্প শুনে
শিশুরা পায় ভয়।
ইচ্ছাশক্তি থাকলে পড়ে
কঠিনতমের জয়
প্রদীপ ঘষে জিনিস পাবে
লোক ঠকানো হয়।
কাল্পনিকের গল্প শুনে
টানে শিশুর মন
রূপকথার গল্পগুলো
সবার আপন জন।