কী বলো বন্ধু, কালো মানুষেরা বাঁচবে না পৃথিবীতে?
বারবার ওরা শেষ হয়ে যাবে সাদাদের দৌলতে!
বিক্ষোভে আজ উত্তাল আমেরিকা –
কালো মানুষেরা একতাবদ্ধ ওদের যাবেনা রোখা।
বরাবরই কালো বিদ্বেষের শিকার-
জর্জ ফ্লয়েডকে মেরে ফেলে দিলো সাদা ডেরেক শোভার!
কুখ্যাত হলো বিশ্ব নিরিখে শত্রু সে মানবতার –
বিদ্বেষ বিষে ঘাড় গলা চাপে হাঁটু তার হাতিয়ার!
উত্তাল দেশ উত্তাল লোক সুবিচার দাবী করে –
ফেটে পড়ে তারা গোটা মহাদেশে নিদারুণ ক্ষোভে পুড়ে।
জানিনা কি দোষ করেছিল জর্জ প্রাণ কেড়ে নিতে হলো,
সাদা চামড়ার নিষ্ঠুর লোক বিনা দোষে মেরে দিলো!
প্রশাসন বুঝি ঘুমিয়ে পড়েছে তাপ উত্তাপ নেই-
বাহিনী নামিয়ে ধরপাকড়েই কাজ সারে নিমেষেই।
থার্ড ডিগ্রির খুনি চার্জের দাবী ওঠে দিকে দিকে –
খুন প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে স্বতঃস্ফূর্ত লোকে।
আগুন হামলা লুটপাট চলে সুযোগীরা আটখানা-
জ্বলে গেছে থানা পোস্টাপিসেও আগুন দিয়েছে হানা।
প্রতিবাদে যারা গর্জে উঠেছে তারা যে মানুষ কালো –
সাদা মানুষের উদ্ধত ভাবে কতো লোক মারা গেলো!
কালোরাই হলো জগতের আলো কালোরাই করে কাজ-
কালোরা যেখানে অন্যায় দেখে করে তারা প্রতিবাদ।
কালো রাত্তিরে শান্তির ঘুম কালোরাই খাঁটি সোনা-
সম্পদ যত কালো মহাদেশে সাদারা লুটেছে কিনা।
লুটপাট করে ছিনিয়ে নিয়েছে কালোদের সম্পদ-
সাদা মানুষেরা অত্যাচারী উদ্ধত উদ্ভট!
কালো দেখি যত কোকিল ময়না আর কালো দেখি কেশ-
অত্যাচারীত বারবার কালো যত ঘুরি মহাদেশ।
ক্লু-ক্লুক্স-ক্ল্যান কি এখনো রয়েছে পুরাতন বিদ্বেষে-
জর্জ ফ্লয়েডের হত্যা ঘটনা প্রমাণিত অবশেষে।।