১.
মতামত টুকরো করে বাতাসে ভাসিয়ে দাও
ঠান্ডা রজনী শুকিয়ে যাবে অনেক ঘা-ও।
শিমুল শরীর উড়ছে,উড়ে আসা তানে
খুঁজতে যেও না কী আছে এর মানে।
২.
তোমাকে দেব দারুণ দামি ঘরটি খুলে
আকাশ দেখো, শ্বাস নিয়ো দুখ্যু-টুখ্যু সব ভুলে।
ভুল ভেবো না, শুষ্ক জমি মুখর হলে
শিখিয়ে দেব অঙ্ক-টঙ্ক খুব কষে খানিক দুলে।
৩.
যেমন খুশি আঁকতে পারো তুলির টানে ক্যানভাসে
শিরশিরানি ছড়িয়ে যাও মুচকি হেসে দুর্বাঘাসে।
পারুল বোনের রানী তুমি অধরে নিও
অল্প খুশি – সাপের কামড় ,
শান্ত তোমার বুকের ভেতর ঢুকবে কিছু বেনোজল
শান্ত তোমার নাগর তখন চাইবে মুগ্ধ কিছু পল।