শরীরের প্রতিটা ক্ষত অঙ্গ লুকিয়ে রেখে
সে নিশ্চুপ মায়ার বীজ পুঁতে…
ঠাই দাঁড়িয়ে নিপুণ শিল্পকথা
শুষে নিই
অভিমান হয় ভীষন – শ্যাওলার মতন
নদীর আলো-পালক খুলে নিয়ে
ক্ষতের গায়ে বুলিয়ে দিলে
ওর চোখ-বাগানে
কস্তুরি স্রোত
শরীরের প্রতিটা ক্ষত অঙ্গ লুকিয়ে রেখে
সে নিশ্চুপ মায়ার বীজ পুঁতে…
ঠাই দাঁড়িয়ে নিপুণ শিল্পকথা
শুষে নিই
অভিমান হয় ভীষন – শ্যাওলার মতন
নদীর আলো-পালক খুলে নিয়ে
ক্ষতের গায়ে বুলিয়ে দিলে
ওর চোখ-বাগানে
কস্তুরি স্রোত