গণতন্ত্রের উৎসব বলে কথা,
ভোট বড়ো বালাই,
সবার উপরে ধর্ম সত্য,
তাহার উপরে নাই!
খেলছে এরা খেলছে ওরা,
মানুষ আদতে সর্বহারা!
বলবে শুধু মহাজন,
শুনতে বাধ্য সর্বজন,
কাজের বেলায় কাজী,
কাজ ফুরোলেই পাঁজী!
মারছে এরা, মরছে ওরা
নেতা নয়, সাধারণ ওরা!
জ্বলছে আগুন জ্বলছে চিতা
অবশেষ থাকবে ছাই,
ধর্মের বালাই নাই!
বলতে পারো কোনটা কার ছাই?
চিতা ছাড়াও জ্বলছে বাজার,
ধর্ম কি দেয় কোনো ছাড়!
তবে কেন এতো ধর্ম – ধর্ম,
বিচার হোক মানব কর্ম।