বউদি আলো রাঁধেন ভালো
মজাদার খানা খাবে,
কচু পাতা ব্যাঙের ছাতা
রকমারি রান্না পাবে।
আর্জি ধরে রান্না করে
মাটন বিরিয়ানি হবে,
মাংস কষা মাছের রসা
চিতল মুইঠ্যা রবে।
সিদ্ধ ডাল বাসমতী চাল
পাবে সব কাছে,
পটল ভাজা মিষ্টি খাজা
লিষ্টে ভরা আছে।
ভাপা ইলিশ খেয়ে ফিনিশ
সর্ষে বাটা দিয়ে,
মাছের মুড়ো খেয়ে খুড়ো
করবে খুশির বিয়ে।
লইট্যা ঝুরি সাথে মুড়ি
গরিব সারে নাস্তা,
খেন্তি পিসি বিন্তি মাসি
খাবে নডুলস পাস্তা।