বিবেক বণিক হ’লে , ভরসার রাজপথে
নির্জনে পুড়ে যায় কিশোরী শ্মশান ।
প্রতিষ্ঠার এজলাসে হাড়হিম হিংসাও
জো হুজুর কানকোর গান ।
লিঙ্গ নির্বিশেষ জীব
ক্ষমতার সর্ সর্ পাদুকায়
প্রমত্ত পা ঢোকাতে ঢোকাতে
কিভাবে যে শেষমেশ লিঙ্গহীন হয় !
বাণিজ্য বাঁচিয়ে রেখে কেনা যায়
বহমান কুরুক্ষেত্র পুঁজ ।
লজ্জায় ঘৃণায় কবিতা দুর্বোধ্য হতে চেয়েও
সৃষ্টির রসের সন্ধানে ,
শিশুতোষ হাসি পেতে চায় ।