বিদ্রোহী বীর উন্নত শির
কবি নজরুল নাম,
জন্মিলে তুমি দুখী পরিবারে
গ্রাম চুরুলিয়া ধাম।
সোচ্চার তুমি কুলি মজুরের
অধিকার তরে গান,
তোমার লেখনী মহারথী কবি
এনে দিল কত মান।
মসীর আঘাতে হলো ছারখার
বিদেশী শক্তি বল,
অগ্নিবীণার বিষের বাঁশির
কবিতার নামে ঢল।
চিরজাগ্রত সাহিত্য ধারা
শোষণ পীড়ন কথা,
প্রতিবাদী লেখা জাগায় সকলে
পীড়িতের জ্বালা ব্যথা।
প্রয়াণ দিবসে প্রণাম জানাই
কবিতায় প্রাণ ঢালি,
দিকে দিকে আজ স্মরি তব লেখা
কবিতা গানেতে খালি।