পাতলাম সজাগ দুটি কান কফিনে,
কিসের কিসের যেন নড়নচড়ন?
ভালো ভালো দিনগুলোর চরণে বেড়ি,
ঘনঘন নাভিশ্বাস উঠছে…নামছে,
নামছে…উঠছে!
আর্তনাদে মুক্তির আর্জি স্পষ্ট শুনে
মূহ্যমান সত্তার অন্তর|
কথনের এত শুভ্রতা তবে কি অজ্ঞাতবাসে?
রহস্যের আলোচনায় মন ও মননে
এখন শুধুই তুফান!
অযুত কষ্টের পাঁকে শুকনো মুখগুলো রেখে
মিলবে নাকি কেষ্ট?
আচ্ছা আচ্ছা সাচ্চা দিনগুলোর লাশে
হঠাৎ শব্দের তুখোড় ঝংকার!
কফিনের দমবন্ধ ঘরানা-ত্যাগে ওরা উৎসুক
আলোর উজানে আলোক-দিনে|