ওই যে ফুলটা তুমি ছিঁড়তে যাচ্ছো!
ছিঁড়ো না তুমি ওকে বৃন্ত থেকে
কত সুন্দর লাগছে বলো তো ওকে
মিষ্টি সুবাসে ভরিয়ে দিতে ব্যস্ত যে ও আজ
আর গাছের দেখো যেন আনন্দের সীমা ধরে না
চারিদিক টা খুশির হিল্লোল।
তুমি যখন ওকে বৃন্ত থেকে ছিঁড়ে
গাছের থেকে আলাদা করে দিলে,
তখন তোমার কি মনে হলো না!
মায়ের কাছ থেকে তার সন্তান কে আলাদা করে দিচ্ছো
তুমি কি শুনতে পাও না ওদের বুক ফাটা কান্না!
তুমি কি দেখতে পাওনা আঘাতে আঘাতে জর্জরিত
ওদের ক্ষত বিক্ষত শরীরটা ।
রক্তে ভেসে যাচ্ছে
ওরা আর্তনাদ করছে
কোরো না তুমি ওদের আলাদা!
ছিঁড়ো না ওকে বৃন্ত থেকে
ওকে হাসতে দাও।