অন্ধকার হামাগুড়ি দিচ্ছে ভাবনার ভীড়ে
আলোর সৈনিক যত শুয়ে বসে ক্লান্তির জ্বরে ,
ভোঁতা হয়ে আসছে সততার চুম্বক চুম্বন
বসন্তে এ কোন ব্যাধি মগজের মীড়ে !
তাহলে কী ফিরে যাবো প্রশ্নের জন্মযোনীতে
জন্ম নিতে এই জীবনেরই মৃদু মৌ-শালে !
উত্তরের হুলে যত ভুল জমে আছে
শুষে নেবে সময়ের ক্ষমার শোণিতে !
ঠিক হবো টিকটিক সমীচীন গ্রীণীচের শ্বাসে
টুকরো কাঁচের দুঃখ ফিরে পাবে বালুকার মায়া !
উৎস মেঘ মুছে দেবে মোহনার জ্বর
আবারও নতুন দ্বীপে শাশ্বত সূর্যের ঘাসে !
এসো তবে দৃশ্যশোক খাবো , যুধিষ্ঠির ।
কীভাবে বইতে হয় সর্বস্বান্ত শীত কাঁধে
ধীর স্থির অখণ্ড শেষ থেকে শুরুর খাড়াই
শিখি আর খুঁজি চলো পতনের নিরাময় নীর ।