কাজল থেকে জন্ম নেয় কবিতা
অরণ্য থেকে অভিমান
ফুরিয়ে যাওয়া আমির মধ্যে অল্প মাত্রায় তুমি ঢাললেই
শুকনো পাতা -সিঁদুর পলাশ
তৃষ্ণা -তুমুল মেঘ
ক্ষত -চুম্বন
নিজস্ব যাপনে শুন্য গ্লাসেই নেশা হয় ভীষণ রকম,
সব বোতলেই এলার্জি !
কাজল থেকে জন্ম নেয় কবিতা
অরণ্য থেকে অভিমান
ফুরিয়ে যাওয়া আমির মধ্যে অল্প মাত্রায় তুমি ঢাললেই
শুকনো পাতা -সিঁদুর পলাশ
তৃষ্ণা -তুমুল মেঘ
ক্ষত -চুম্বন
নিজস্ব যাপনে শুন্য গ্লাসেই নেশা হয় ভীষণ রকম,
সব বোতলেই এলার্জি !