বুকে আমার মস্ত এক পাথর বাটি চাপা।
হিম শীতল ভয়ের স্রোত যায়না কভু মাপা।
জীবন আমার রঙ হারা যে একটি তুমি বিনে।
খুঁজে ফিরি পাগলপারা তোমায় রাতে দিনে।
নিঝুম সন্ধ্যা করলো বন্ধ্যা স্বপ্ন দেখা মন।
অশনিসংকেত নামবে অকালে ভাবিনি কখন।
ভালোবাসার মানে বুঝতে তুমিই তো শেখালে আমায়।
কতো না সুখস্মৃতি ঢেউ খেলে যায় সুগভীর বেদনায়।
তোমাতেই সমর্পিত ছিলাম আমি ,তোমা বিনে শূণ্য সব।
বিয়োগ ব্যথায় বেহাগের সুরে ছড়ায় করুণ রব।
জীবনের বাতি নিভে গেলো তোমার এমনি নিঝুমসন্ধ্যায়!
মন টেকেনা বদ্ধ ঘরে ,স্মৃতি যে কেবলি কাঁদায়!