এখানে ভীড় আছে অথচ নেই
কোলাহল
মরণ ঘোরে ফেরে,শ্মশানে দেয়
টহল।
এখানে কামনারা শীতল বড়ই
বেমানান
তৃষায় আকুল সময় ভেঙেই
খান্ খান্।
এখানে প্রণয় নিয়ে মাতন হল
বৃথা
পাতালে মায়ের কোলে এখনো কাঁদে
সীতা।
এখানে মুখ দেখে চিন্তায় ধরে
আগুন
অকালে পুড়ে যায় সবার প্রিয়
ফাগুন।
এখানে পাষাণ গলে খুব ভয়াল
চিৎকারে
স্বপ্নেও শুনি অঝোর কান্না প্রবল
শীৎকারে।
এখানে শোকের কাছে কারোর নেই
ঋণ
দুখের বেড়াজালে দারুণ বুঝি ছোটে
দিন।
এখানে নিয়তির সাথে নিত্য নাকি
কোলাকুলি
তার কাছেই ওঠা-বসা, শিখছি
তোতা-বুলি।
তবুও জীবনের খাতে দীর্ণ বেঁচে
শিহরণ
এখানে উদাসী পথে হাঁটে চলে
শ্রীমরণ।