“একে কি বাঁচা বলে ? “
যে যার মতন করে
বাঁচতে চাইছে ,
নানা রঙের মুখোশ
মুখেতে , সবেতেই
হাসিমুখ , সবজান্তা
ভাব চলাফেরায় ,
তবু রক্তের দাগ
মাটিতে , প্রবঞ্চণার
চিহ্ন প্রকট হয়ে আছে ।
হাসির মহড়ায় একটা
চাপা কান্না ভেসে
বেড়াচ্ছে চারপাশ ।
বিবেক আর বোধকে
বিসর্জন দিয়ে নোটের
তাড়া গুনতে গুনতে
যারা ক্লান্ত হয়ে বাঁচতে মদ
আর মেয়েমানুষের মধ্যে ,
মৃত্যুর ঘন্টা বেজে যাচ্ছে
ধ্বংস আনাচে কানাচে ,
থরথর করে কাঁপছে
মাটি , পচা গন্ধ সর্বত্র ,
তবু যে যার মতন
করে বাঁচতে চাইছে
মুখেতে হাসিমুখের মুখোশ ।