একুশের বুকে ছিল গুটিকয় স্রোত
কেউ মাপে গভীরতা কেউ আনকোরা
হাঁটুজলে পা রাখে উপবাসী ক্রোধ
আগুনের সাথে তার মৃত্যু বোঝাপড়া।
আজ এই শীত শেষে পলাশের রোদ
মেঘেদের গায়ে গায়ে কান্নার রঙ
পাখিরাও লাল ঠোঁটে করে প্রতিরোধ
একুশের পতাকায় বাজে ঢং ঢং
আমাদের ভাষা আর একগুঁয়ে ঘামে
একুশের দাউদাউ স্বরলিপি লেখা
কটা প্রাণ ধুলো মাখা রক্তের দামে
পড়ে আছে যেন মাঠে কাটাকুটি রেখা
একুশের ঢেউয়ে আর জোয়ারের টানে
খুঁজে ফেরে উপকূলে শেকড়-বাকড়
নিখিলের বিশ্বের সব ভাষা জানে
ফসিলেও লেগে আছে নখের আঁচড়।
বাংলার ভাঁটফুল মাঠ জলাশয়
গভীরতা জানি তাই ডুব জল সীমা
মাস্তুলে একুশের আত্মপরিচয়
জাহাজের ভোঁ জানে ভাষার মহিমা।