নিত্যনতুন কাহিনীতে পৃষ্ঠা ভরে ওঠে
মুক্তির আবাহন হয়না চিরসত্য শব্দাক্ষরে
ডাস্টবিনে জমা হয় শোক,পঙ্কিল সভ্যতা হাসে –
পেটে ছুঁচো ডাকে, দুর্বল কাঁপে ,বোবাগাছে খোঁজে খড়কুটো ।
ক্রীতদাস পায় অনুমতি,তৈল মর্দনে সহস্র লুন্ঠন
আদল গায়ে বাদল ঝরে – গোলানো ভাতের সঙ্গম
বেআব্রু দেহের ভাঁজে, ভাঁজে মৈথুন সংগ্রাম
উদর ভর্তি অনশন,রয়েছে ফাঁকে বুদ্ধিদীপ্ত পলায়ন
মরমী জানে বিসর্জনই নিভৃতে স্বর্গের সিঁড়ি ছোঁয়।
আসন দখলে অন্ধকার সিঁড়ির চুপকথা
শেষ চক্রে একাগ্রতায় ইতিহাস মাপছে আয়ু
এখনি সময় আগুনে আহুতির নির্লজ্য অহংকার।