কোঁড়া রঙ সে, নয় সে অসিত
একটি ফুল
বকুল ।
জীর্ণ বাসী হলেও রয়
সুবাস অম্লান অটুট ।
নয় সে পরী, গিরিমল্লিকা
নয় যে
চতুরালি।
আদ্র হৃদয় মুক্ত সদা
গাঁথতে মালিকা।
শুকনো জীর্ণ, রঙ বাদামি
মাড়ায়
পথচারী ।
কি আসে যায় মিলন বেলায়
সাজি বেলফুল দামী।
কোঁড়া রঙ সে, নয় সে অসিত
একটি ফুল
বকুল ।
জীর্ণ বাসী হলেও রয়
সুবাস অম্লান অটুট ।
নয় সে পরী, গিরিমল্লিকা
নয় যে
চতুরালি।
আদ্র হৃদয় মুক্ত সদা
গাঁথতে মালিকা।
শুকনো জীর্ণ, রঙ বাদামি
মাড়ায়
পথচারী ।
কি আসে যায় মিলন বেলায়
সাজি বেলফুল দামী।