এসো নতুনে করি আহ্বান হোক জীবনের জয়গান
বিশ্বশান্তির অবরোধ খুলে উঠুক স্বস্তির কলতান।
বিমোহিত দৃষ্টি বিম্বিত হোক হাসুক মানবতা
আজ বিশ্বসংস্কৃতি মুছে দিক হিংস্র,কুটিলতা।
খুলে দাও দার, হে উদার নাশ হোক যত অচেতন,
অনিত্য
দাও,দাও মুছে,যাক ঘুছে,যত অহংকার, বৈভব- বিত্ব।
আধো রাতে সহসাই হায় ঘুম ভেঙে যায়
শত সহস্র মৌনতা আনে কঠিন তমসায়
গোলক ধাঁধার দিকভ্রান্ত পথে ক্লান্তিতে অসহায়
মুগ্ধতাহীন অজর, অব্যয় নষ্ট জীবনের ভালোবাসায়।
নতুন বছরের প্রথম আলোয় সবার অভাব মিটুক
গাছে, গাছে ফুল,নবপত্রে অজস্র মুকুল আসুক।
আভরণ নাই থাক, মনগুলো সপ্তরঙে সাজুক
হারানো প্রেমসঙ্গীতে আবার সারেঙ্গী,সানাই বাজুক।
নবীনের হাত ধরে আজ নির্ভীক পথ চলবো
নতুন সত্ত্বাকে খুঁজে পেয়ে প্রবীণের ব্যথা ভুলবো।
আগামীকাল আলোকিত হওয়া নববর্ষের বর্ষবরণে
সব অশ্রু আজ চিতায় ঢেলে দেবো শ্রদ্ধায় শহীদ স্মরণে।
আজ হর্ষ মেতেছে বর্ষবরণে মোহিত হয়েছে ভূপিষ্ট
চাই সুখ – শান্তি, চাই সুস্বাস্থ্য ,চায়না কারো অনিষ্ট।
মান- অপমান ভুলে রামধনু মন তুর্জনাদে মিলনের আহ্বান
নতুন বছরে চতুর্দিকে আওয়াজ তোলো একতার উত্থান।