হিংসার পরিণামে বর্তমান তোমায় করেছে -গ্রাস।
শান্ত সমাজে ছিলে তুমি যখন সনামধন্য,
মানুষকে ভালোবাসার ,মানুষের কাছে
আসার ,ছিল কত সুযোগ ।
দরিদ্র হতে দুর্বল মানুষের সর্বত্র অসামান্য ,
তাঁদের কাছে পেয়েছ কত প্রাধান্য ।
একি !নিয়তি হায় ,কখন যে কি হয়
সাজানো তরী ক্যামনে তলায়ে যায় ।
উপহাসের ঢেউয়ের মাঝে হিংসার বাতাস
হিংসার পরিণামে বর্তমান তোমায় করেছে-গ্রাস ।
হে মানব ,হে সমাজ কান্ডারী ,
বেয়ে যাও হাল, ছেড়োনা তরী ।
দ্যাখো ,দ্যাখো পূর্ব গগনে আজও বয়ে –
আনে শান্তির বার্তা ঐ ভোরের রবি ।
নিল আকাশের মাঝে ,তাঁরাদের সাঁজে ,
সত্য যুগের সত্যের ভাবনায় আজও সে-
তন্ময় ,শুকতারা নামক কবি ।