একটু খানি প্রেম, আর একটু খানি অভিমান।
এই নিয়েই তোমার আমার জীবন জুড়ে পাখির কিচিরমিচির কুহুতান!
একটু খানি সুখ আর অনেক খানি কষ্ট,
বুকে নুড়ি পাথর নিয়ে তুমি নদী আমি তোমার বুকে বয়ে চলা অনন্ত জলরাশির শব্দ।
এসো তুমি আর আমি
মিলে একটি কবিতা লিখি
চলো শব্দ সাজাই,কুঁড়ি থেকে ফুল ফুটাই, রাতের স্বপ্নহার বুনি।
নব বসন্তে দক্ষিণা হাওয়ায় বাতাবি ফুলের মিষ্টি গন্ধ।
কচি সবুজ পাতার ডালে ডালে লেখা হলো দু ফোঁটা চোখের জলে নতুন প্রেমের গল্প!
মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমার বুকে তুমি। শুধু তুমি!
ছোট্ট এক প্রাণ পাখি!
ও সুজন, আমার জন্য লিখ না তুমি কোন কবিতা।
আমি শুধু যে তোমার মনের ঘরের ছবিতা!