আদিম অন্ধকারের মুখোস-দেবতা
তোমার একটিই আনন্দ
আমাদের মুখ ম্লান করে দেওয়া।
তুমি আমাদের ভয় দেখাও, দিন নেই রাত নেই
তুমি দু’চোখ লাল ক’রে আমাদের ভয় দেখাও
কেননা আমাদের পূর্বপুরুষ, যিনি দেবতা নন, মানুষ—
তোমার তিমিরবিলাসী অহঙ্কারকে অস্বীকার করেছিলেন।
তুমি আমাদের পৃথিবীকে আড়াল করো দারুণ অপ্রেমে
আর আমরা তিমিরবিনাশী মানুষ তোমার ক্রোধকে অতিক্রম করি
আমাদের প্রেমে। তাতে তোমার উত্তেজনা বাড়ে, তোমার
হত্যা কুঠা নিয়ে
তুমি আমাদের আঘাত করো, চাও একেবারে ধ্বংস ক’রে দিতে।
তবু মানুষের মুখের লাবণ্য থেকে যায় . . .