আমার এমন একটা তুই চাই।
সেই তুই টা কখনো হবে তুমি
কখনো বা হবে আপনি!
তুমি যখন ভীষণ রকম পাগলামি তে অস্থির। বলো তুমি শুধু আমার।
তুমি ডোবাতে চাইলে, আমি মেঘের মতো ভাসি, দূরে সরালে তোমার বুকের কাছে আসি।
তোমার এই পাগলামি, স্নেহ,মায়া যদি ভালোবাসা না হয়, জানি না ভালোবাসা তবে কী?
শুধু জানি ভালোবাসা মানে ভালোবাসা।
তুমি বলা নেই কওয়া নেই যখন তখন কালবৈশাখীর মতো বৃষ্টি হয়ে আসো।
উড়িয়ে নাও আমার শাড়ির আঁচল,ভিজিয়ে দাও, উন্মুক্ত করো।
আমার তুমি তখন, কি করে যেন তুমি থেকে তুই হয়ে যায়!
তারপর উথালি পাথালি দামাল ঝড় শান্ত হয়ে আসলে বৃষ্টি সুখে ভেজা জামা কাপড় তুলে নদী হয়ে স্নান সেরে আসি।
গোবিন্দ ভাোগ চালে ডালে ঘী মেখে ওঠে গরম খিচুড়ির গন্ধ, সাথে বেগুন ভাজা।
ডাক পাড়ি, শুনছেন রান্না হয়ে গেছে। আপনি খেয়ে নিন এবার।
কি করে যেন তুমি, তুই থেকে আপনি হয়ে যান!
আমি হাসতে থাকি আর ভাবতে থাকি এটাও কি একটা সংসার! আমার যে তোমাকে বড্ড আপন লাগে।
আচ্ছা, সত্যি কি এমনটা কখনো হয়!!