দুপুরটা খুব নির্জন আজকে !
মাঝে মাঝে ধুলোর ঝড় আর
দুই এক পশলা বৃষ্টি কেমন
ওলোট পালট করে দিচ্ছে
ধরণীর নিশ্চুপ গাছগুলোকে!
এরই মধ্যে একটা সুরভিত গন্ধ
আমাকে ব্যাকুল করে দিচ্ছে!
এই যে তুমি আমাকে ছেড়ে
চলে গেলে,কিন্ত পারলে
কোথায় তুমি তো আছোই,
আমি বাস করছি তোমারি
অনায়াস লাবণ্যে!
মনের মধ্যে তোমারি স্পর্শ
যেন বৃষ্টি বিন্দুর মত স্নিগ্ধতা!
আমার এই ছোট্ট ঘরটাতে বসে
দেখছি অপরূপ বৃষ্টি ধারাকে !
বৃষ্টির শব্দ শুনছি রিম ঝিম,
দেখছি অবিরল জলের ধারা,
দেখছি তারের উপর দিয়ে বৃষ্টি
বিন্দুগুলো যেন চলেছে
একাএকা অভিসারে –
কিন্তু মিলনের আগেই ঝড়ে
পড়ছে মাটিতে – হারিয়ে যাচ্ছে !
আহারে! তাইতো, যাকে পাওয়ার
কথা ছিল তাকে পাওয়া হলো না!
যাকে ছোঁয়ার ইচ্ছে ছিল
তাকে ছোঁয়া হলো না !
যাকে ধরার কথা সে অধরাই
রয়ে গেলো সারাজীবন!